শব্দহীন এই নিটোল পৃথিবীটা
আনমনাকে খয়েরি এক টুকরো
আকাশের নিচে এক বিষণ্ন
স্বেচ্ছা নির্বাসনে নিয়ে যায়।
বারবার সেই কাদামাটির
সুবাসে ভেসে বেড়াতে
মন চায় আনমনার মন।
ফেরিওয়ালার চিৎকার!
ইট-সুরকির ধূলামাখা জগৎ
মেশিনের তীব্র শব্দ
পাহারাদারের বিষণ্ন হাঁকডাক।
নিশিরাত অবধি মানব পদচারণা
দূর থেকে ভেসে আসা
মাইকে পুরোনা দিনের গান
আনমনাকে প্রতিনিয়ত
হাতছানি দিয়ে ডাকে।
কী এক জাদুমাখা যন্ত্রণায়
বেগুনি শালে আবৃত হয় ওর হৃদয়।
সেই অগোছালো,
ছন্নছাড়া,
এলোমেলো
জীবনটা ছিল তার
নিজ হাতে বোনা
বাবুই পাখির নীড়ের মতো...
এই নির্মল আকাশের নিচে
অচেনা বাতাসে
একাকিত্বের গোলকধাঁধায়
দম আটকে আসে মাঝে মাঝে।
কখনো কখনো নিজেকেই
কেমন অচেনা লাগে।
মন চায় হারিয়ে যায়...
নিজেও জানে না কোথায়?
হয়তো সেই চেনা জগতে
অথবা কোনো অচেনা দ্বীপে
যেখানে এই শব্দহীন জগৎ
তাকে যন্ত্রণার হাতকড়া খুলে
নিয়ে যাবে নীল আকাশের নিচে।
সেখানে আনমনা নেবে
প্রাণভরে বাতাবি লেবুর পাতার সুবাস!!!