বাংলা ভাষা থাকবে না আর
কেউ কখন মানে,
ঝড় ওঠে তাই বাহান্নতে
এই বাঙালির প্রাণে।
থাকতে জীবন রুখবে তারা
কে ঠেকাবে আছে কারা
প্রতিবাদে জাগল সবাই
রাজপথে সব জ্বলে,
বাংলা ভাষা রাষ্ট্রভাষা
চাই সকলে বলে।
পশ্চিমেরা চালায় গুলি
দামাল ছেলের উড়ল খুলি
এই বাঙালি বীরের জাতি
করল ওরা লড়াই,
জান চলে যাক-যাক না তবু
ওরা কি আর ডরাই।
ওরা মাথা করল নত
কাপুরুষের ভীরুর মতো
বাংলা ভাষা পেলাম ফিরে
মায়ের মুখের ভাষা,
জুড়াই যত সুখ দুঃখের
এই বাঙালির আশা।