Thikana News
০৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

চিনে নেই ঠিকানাকে

চিনে নেই ঠিকানাকে
প্রবাসের এজীবন
যতোদূর গড়িয়েছে
ঠিকানাই রোজ এসে
সৌরভ ছড়িয়েছে

শস্যের ক্ষেত থেকে
আগাছাকে নিড়িয়েছে
কাছে এসে হাত ধরে
ঠিক পথে ফিরিয়েছে

জানি কার ঠিকানাটা
মুঠো করা হাতে থাকে
আজীবন সাথী হয়ে
ছায়া হয়ে সাথে থাকে

কবি আর সুধীদের
ডানে আর বাঁয়ে রাখে
সবাইকে সাথে নিয়ে
চলবার দায় রাখে

কোথা থেকে ভেসে আসে
আগরের শিখা নাকে
ঠিক ঠিক চিনে নেই
আমাদের ‘ঠিকানা’কে।
কমেন্ট বক্স