Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ফাগুনের কবিতা

ফাগুনের কবিতা



 
অশান্ত হাওয়ার বুকে আমি দুলছি
তবে কি ফাগুনের সুখ? আহ্লাদ!
হাসে চাঁদ। জ্বলে আকাশ তারা নিয়ে
জীবন বুঝি তাই উঠেছে জেগে স্বরে!

ছিন্ন রুগ্‌ণ ঘুমন্ত চোখে হঠাৎ আলো
কে ছড়াল বাতাস উদাসী? বসন্ত!
যতবার মন ছিঁড়ে উড়ে হাওয়া ঝরে পাতা
বিদ্যুৎস্পৃষ্ট ইতস্তত ঘূর্ণন চলে অবিরত-

জীবন দিল দেখা কর্মের গানের সুরের
কী যে মাতন চৌদিক ছাপিয়ে জলের নেশা
তৃষিত বিষাদিত আত্মার কলরলে হাসি
সূর্য প্রতাপ দিন আলো হাওয়া কনকন-!

জীবন নয় ধোঁয়ার চিমনি কারখানায়
নয় হাপরের জ্বালামুখ কেবল আনন্দের
দুরন্ত চঞ্চল চপলা নতুন বীজের গন্ধে
আজই ফলবে ফসল সমবণ্টনের হ্রদেরও-!
কমেন্ট বক্স




9