আমি যদিও একজন প্রবাসী-
তবুও আমাদের বাংলাদেশের খবর
আর টক শো দেখতে আমি খুব ভালোবাসি।
আমাকে অনেকে বলে- থাকি না বাংলাদেশে,
তাহলে বাংলাদেশের খবর দেখে কী হবে?
আমি জানি হবে না কিছুই হয়তো,
কিন্তু বাংলাদেশের খবর আর টক শো দেখতে
আমার খুব ভালো লাগে, এসব দেখি আমি তাইতো।
সামনেই ইলেকশন, করিনি কোনো দিন আমি রাজনীতি,
তাই কারও প্রতি আমার কোনো বিশেষ পক্ষপাতিত্ব নেই।
কে কী বলে শুধু আপন মনে শুনে যাই সেটাই।
আজ শুনলাম নির্বাচনের সহিংসতায়
বাংলাদেশে দুজন নিহত হবার খবর।
ভাবছি নির্বাচন কি মানুষকে বানাল বর্বর?
এর আগেও কয়েকজন আহত ও নিহত হয়েছে,
ট্রেনে বাসে আগুনে দেশে মা-মেয়ে নির্মমভাবে মারা গেছে।
গতকাল শুনলাম পুলিশের নির্মম পিটুনিতে
চ্যানেল আইয়ের ফটোসাংবাদিক গুরুতরভাবে আহত!
ফ্লোরিডায় বসে আমি চ্যানেল আই দেখে যাই নিয়মিত।
মনটা খুব খারাপ হয় এই সব মর্মান্তিক খবরে-
যার যায় সেই বোঝে কী যন্ত্রণাদায়ক এসব আহা রে!
বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ-
মা, তোমার জন্য আমার দোয়া রইল অশেষ।
আমি চাই দেশে শান্তি, চাই শান্তিপূর্ণ নির্বাচন,
বন্ধ হোক সব সন্ত্রাস, মারামারি আর প্রহসন।
সবশেষে আমি সবার কাছে বলতে চাই-
‘গণতন্ত্র চাই’ বলে চিৎকার করে কী লাভ হবে ভাই?
এ যুগে বিশ্বব্যাপী গণতন্ত্র ক্যানসারে আক্রান্ত-
তাই ক্যানসার হাসপাতালে হয়েছে গণতন্ত্রের ঠাঁই,
আপনারা গণতন্ত্রের জন্য দোয়া করেন সবাই।