Thikana News
০৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

মিথ্যা অন্তরাল

মিথ্যা অন্তরাল
গভীরে নির্লিপ্ত সহজাত শ্বাস প্রশ্বাস,
ভাতের হাঁড়ির ফুট ধরা চালে বিষম খায় অবস্থা হীনম্মন্যতা
আবর্তনের নাভিমূলে অক্ষর দলা পাকানো সত্য,
পূর্বপুরুষের সভ্যতায় বেয়ে চলে ইউক্যালিপটাসের সাজানো পথ,
অনাবৃত শেওলায় ছড়িয়ে পড়ে সবুজ গান
মাটির ওপর দাঁড়িয়ে গোধূলি আকাশে মন বিনা অবয়বে খসে পড়ে তারারা,
স্পর্শ ইচ্ছায় মিশে থাকে বিষময়তা-
মিথ্যে সহবাসে জ্যোৎস্না বড় বেমানান
তবু সালোকসংশ্লেষের সঞ্চয় হয় শ্বাস,
উর্বর জীবাশ্ম শরাব খাতাজুড়ে অস্তিত্ব লিখে চলে
পড়ে থাকে না হন্যতে মন্ত্রে অহল্যার ব্রত উদযাপন।
কমেন্ট বক্স