Thikana News
০৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

চেতনায় অনির্বাণ

চেতনায় অনির্বাণ
বর্ণমালা প্রাণজুড়ে আছে তো বেশ সুখে
ভাষাশহীদ বীর ভাষা বীর চোখে চোখে
মাতৃভাষা ঝংকার তুলে ছন্দে ছন্দে আহা
গৌরবে বীর জাতির জয় জয় সারা বিশ্বে
বায়ান্নে ভাষা সংগ্রামে লেখা হয় ইতিহাস
উর্দু ভাষা চাপিয়ে দেওয়া রুখে বীর জাতি
জেগে ওঠে নির্ভয়ে, সাহসের প্রেরণায় তো
বায়ান্নের সূর্য ছড়িয়ে পড়ে লাল রঙে রঙে
আমাদের মুখে মুখে প্রিয় কথা বাংলা
খোকা খুকুর মুখে খই ফুটে মধুর বাংলা
সকাল দুপুর রাত বাংলা ভাষায় কথা হয়
বায়ান্ন শিখিয়েছে কথা বলার অধিকার
ভালোবাসি বাংলা বর্ণ-বাংলা ভাষা প্রিয়
মিষ্টি ভাষা কানে বাজে পাখির সুরে সুরে
জীবনের মিছিলে জ্বালায় প্রেরণার বাতি
কর্মকাজে বাংলা ভাষা জ্বলজ্বল ওই
স্বাধীনভাবে বাংলা ভাষা আজ মুখে মুখে
বুকে যতনে লালন হয় ভালোবাসায় ঠিক
ভাষাভাষী বাংলা কথায় সুখের সন্ধানে
একুশে ফেব্রুয়ারি চেতনায় অনির্বাণ যেন।
কমেন্ট বক্স