Thikana News
০৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

একুশ শেখায়

একুশ শেখায়
একুশ আমার ভাষার দাবি মাতৃভাষার মান,
জাগায় আমায় চেতন বোধে বিপ্লবে দেয় শাণ!
অনিয়ম আর অবিচারে,
একুশ আসে গর্বে দ্বারে;
দেয় প্রেরণা চলার সাহস শোনায় আশার গান।

একুশ আমার মনকাননে ভাষার ফোটা ফুল,
চিনি জগৎ হাত ধরে তার নেই যে কোনো তুল!
শহীদ স্মৃতির অমর গাথা,
শ্রদ্ধাতে হয় নত মাথা!
পেলাম স্বদেশ স্বাধীনতা রবীন্দ্র নজরুল।

একুশ আমায় ঐক্য শেখায় সাম্যে দেখায় পথ,
মানতে বলে পরস্পরের ভিন্নতা আর মত!
সংস্কৃতি আর কৃষ্টি বাঁচায়,
ভাব ও ভাষার পুচ্ছ নাচায়!
স্বকীয়তায় চলতে শেখায় ন্যায়ের টানে রথ।

একুশ আমার বর্ণমালায় দেয় যে মায়ের ঘ্রাণ,
বলতে পারি মনের কথা দেয় জুড়িয়ে প্রাণ!
আউল বাউল মাঝির গানে,
ভালো লাগার পরশ আনে!
হৃদয়পারে দেয় বহিয়ে আলো খুশির বান।
কমেন্ট বক্স