ফেব্রুয়ারি একুশ এলে আট ফাল্গুনে
স্মরণে দিবস পালি প্রিয় মাতৃভাষার,
শহীদ-মুখ উদ্ভাসিত সেই কাল গুনে,
বাংলা ভাষা যে জানি অনেক আশার।
যে-ভাষা সমুদ্র-সমান, যুগে যুগে তাতে
কত যে অজস্র ভাষা মিশেছে হেলায়!
বাংলা ভাষা কখনো তবু যায়নি সংঘাতে,
আপন করেছে তাদের সকল খেলায়।
সে ভাষার অমর্যাদা নয় আকাক্সিক্ষত,
যোগ্য জবাব দেয় মাতৃভাষা-প্রেমী;
অমর একুশে দিন আজও প্রজ্জ্বলিত,
শোকের আবহে মন ভাষাসংগ্রামী।
চর্যা থেকে চলা শুরু, ক্রমপর্যায়,
দিবস বর্ষ যুগ সয়ে বহু বিপর্যয়,
পেরিয়ে সংকুল পথ বিবিধ চর্চায়
বাংলা হরফ থাক চির অমর অক্ষয়।