চুড়িতে আমি খুঁজে পাই বন্ধনের সুর
রাজলক্ষ্মীর অভিসার যেন দূর বহুদূর।
মনের ভেতর আরেকটা মন রং মাখে
হৃদয় কুঠিরে আগলে রাখি মানুষটাকে
বলো তো এই শ্রাবণ সন্ধ্যায় আমি কোথায়?
তোমার দেওয়া ফুলেল ঝুলবারান্দায়।
রাজ্যের ক্লান্তি যেন এ চোখের পাতায়
মুছে দাও ক্লান্তি ওই হাতের ছোঁয়ায়।