আমার হাওয়া-লাগা মনে
তোমার ওড়া চোখের পালে
আমি কি আছি সকালে বিকালে?
ব্যস্ত তোমার মনে যখন তখন খুব যতনে
আমি কি আছি নির্ভরতায় আশা নিরাশায়
আমি কি আছি তোমার অনুরণনে?
মেঘেদের উড়ে যাওয়া পালে যখন হাওয়া লাগে, বৃষ্টি তখন তোমারই অপেক্ষায়!
হঠাৎ
শ্রাবণ হয়ে এসে যখন ছুঁয়ে যাও জুঁই তখন তোমাকেই পায়
অসম্ভব ভালো লাগায়!
মাতাল সে হাওয়া খুব করে কাছে পাওয়া!
মন মানে না কোনো বারণ, শুধু অকারণ
ইচ্ছেরা তখন প্রজাপতির ডানায় আনন্দে আত্মহারা!
হলদে পাতার মতো তোমার ওড়াউড়ি
ভালোবাসা মনে ভালো লাগায় জড়াজড়ি
সে যেন এক বসন্ত,
সে যেন এক সুখ অনন্ত।
খুব করে ঝুঁকে থাকা এই আমিতে
হলুদ রং ছোঁয়া প্রেম তুমিতে।
ফুলেরা কথা কয়
ফাগুনের হাওয়াতে,
কী যে ভালো লাগা বসন্ত ছোঁয়াতে।
ফাগুন হাওয়া একবুক মায়াতে।
দুলে দুলে হাসে ফুল
বর্ণে গন্ধে আকুল
ফাগুন হাওয়া,
সে তো তোমাকেই পাওয়া,
সে তো তোমাকেই পাওয়া।