Thikana News
০১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

ভালোবাসার রূপ

ভালোবাসার রূপ
তুমি বললেই আমি বিশ্বাস করব
আমায় ভালোবাসো
আরে না আমি এতটাই বোকা নই,
মিথ্যা সত্য বোঝার জন্য
তোমার পাশেই রই।
বলার জন্য ভালোবাসা
দেখেছি আমি কতবার,
ঠকেছে কত নিষ্পাপ মুখ
পৃথিবীর বুকে বারবার।
প্রথম প্রথম কত ভালোবাসা
থাকে মনের ঝুড়িতে,
আস্তে আস্তে কদর কমে
পারা যায় না সইতে।
অভ্যাস এমন খারাপ করে
যেজন ভালোবাসে সেজন মরে
মায়ার বাঁধনে জড়িয়ে থাকে
পারে না আর ছেড়ে যেতে।

এখানে ওখানে
কত যে জনে
এমন জীবন বইছে।
দু’চোখ ভরে দেখেছি অনেক,
প্রেমের ব্যথায়
পাগলপ্রায়
কজন খবর রেখেছে।
আমি মনকে বলি
ভালোবাসো তুমি
কারও ভালোবাসা চেয়ো না,
কষ্টে কষ্টে শেষ হয়ে যাবে
আশায় আর থেকো না।
এভাবেই আমার মনের ভালোবাসা
দিয়েছি কবেই কবর,
আবার কত ভালোবাসা রয়েছে এখনো
এই পৃথিবীর বুকে অমর।
কমেন্ট বক্স



9