অনিবার্য ঠিকানা
পরিণত সময়ের জন্য একটি নতুন ঘর
আমায় ডাকে, নাম ধরে ধরে
আয়, আয় আমার কাছে আয়।
আমি শুনি, ঝাঁকুনি গাঁথে হৃৎপিণ্ডে
কলিজা, হাড় মাংস কলকব্জায়
আমার শুধু তাড়া নেই।
ঊর্ধ্বাঙ্গে যাত্রাপথ নিরাপদ, আমি তো অনেক কিছু
ফেলে এসেছি, ততোধিক দশাসই লোক দেখেছি
ভুবনেশ্বর, চাকচিক্যময় সংসার, স্বজন
আপদবালাই ঝুঁকি নিয়ে এ যাত্রাপথ নিরূপণ।
আমি দেখব, আমি জানব, আমি মেনে নেব
আদেশপত্তর অক্ষরে অক্ষরে পালিত হবে।
স্বপ্ন পূরণ হোক না হোক
কেউ থাক বা না থাক
কেউ আসুক বা না আসুক
যেতে হবে, পত্তনী ঠিকঠাক।
গন্তব্যে বিশ্রামের তাড়া নেই
গতর ঘেঁষে থাকা মৃত্তিকা উপাখ্যান
পরবাসী আগুনে ছায়া বীভৎস
প্রহার, আহার-উম বা যথার্থই দুর্ব্যবহার
ফুৎকারে জেগে ওঠার প্রতীক্ষা।
চিত্তাকর্ষক ভাবনা আঙুলের কড়মড় হিসাব কষে
কী পেলাম কী হারালাম
রোম পারস্য লব্ধ রাজা
অনাথ আশ্রমের উপবাসে লন্ডভন্ড
আমার শখের কারাগার।
আমার তাড়া আছে
যেতে হবে, তাড়নার মাল্য গলে
অনিবার্য ঠিকানায়।