‘একুশ’
শুধু কি স্মৃতি? শুধু স্মৃতি নয়,
বুকের রক্ত ঢেলে করেছে
এ মাটি দীপ্তিময়।
রক্ষা করেনি শুধু বাংলা ভাষা,
ঘুচিয়ে দিয়েছে ওদের ভ্রান্ত আশা।
ছিটিয়ে দিয়ে লাল রক্ত-জবা
শহীদের রক্ত করেছে জ্যোতিময়।
শিখিয়েছে বীর বাঙালি অস্ত্র ধর-
শাসনের শোষণের হাত রুদ্ধ কর।
তাই তো স্বাধীন দেশ এই ভুবনে
শান্তির পতাকা শহীদেরা বুনে
লাল-সবুজ পতাকা মোদের সঞ্চয়।
সেই বাহান্ন থেকে একাত্তরে
কত শহীদেরে রেখেছি এ মাটি খুঁড়ে
তারা মরেনি মাগো, জেগে আছে
সারা বাংলাজুড়ে,
তাদের আত্মত্যাগের বাণী চির স্মৃতিময়।
বছর ঘুরে একুশ আসে বাংলার ঘরে ঘরে
সারা বিশ্ব স্মরণ করে ভাষার কদরে।
ভাষার জন্য রক্ত ঝরায় বাঙালি সেই জাতি
সকল ত্যাগে দেশের সম্মান রাখবে তাদের নীতি
দৃঢ় প্রত্যয়ে বাঙালি আজ বাংলায় কথা কয়
‘একুশ’
শুধু কি স্মৃতি? শুধু স্মৃতি নয়।