শীতকালীন ছুটিতে তুমি
ক্যাম্পাস ছেড়ে বাড়ি গেলে
আর ফিরে এলে না
প্রিয়সী হয়ে গেল অন্যের।
প্রিয়সী চলে গেল
প্রবাসীর হাত ধরে
চলমান প্রেমে
হঠাৎ অমাবস্যা।
শীত গ্রীষ্ম বর্ষা গেল
কাটল দুটি যুগ
প্রবাসের স্বপ্নে বিভোর
আজ তুমি হয়ে অন্যের।
প্রিয়সী তোমার বিদেশ বসতি
আমায় দেয় না একফোঁটা স্বস্তি
তোমায় দিচ্ছে অনেক বৃত্ত
আমার চিত্তে শ্মশানের শিখা।
আমার চিত্ত নিত্য নাচে
তোমাকে দেখার স্বপ্নে বাঁচে
আজও বেলা শেষে গোধূলির
আলোয় তোমায় খোঁজে।