Thikana News
০১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

স্মৃতি

স্মৃতি



 
আঁধারের পথে হেঁটে যায় ছায়া
অগাধ বিশ্বাস নষ্ট হয় পরছায়ার বীজ

আমাদের শস্যক্ষেত নেই
নেই যৌবনের গান

প্রতাপহীন আলো বাঁধা পড়ে
চোখের বিশুদ্ধতার।

ভালোবাসার বয়ে চলা ঢেউ
কান্না এড়িয়ে ভালোবাসা খুঁজে

পথ হারাবার ভয়ে নিশ্চুপ পথিক
আমাদের তাই প্রেমহীন জীবন।

ভুলে যাওয়া স্মৃতি এখন ভীষণ আপন ॥

 
কমেন্ট বক্স