Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

বোধের অপরাধ

বোধের অপরাধ



 
বিভ্রান্ত শালিকের সম্মোহিত দৃষ্টিতে
সকালের ঘন কুয়াশায় পথভ্রষ্ট স্বাধীনতা,
মেঘের গগনবিদারী বজ্রপাতের সৃষ্টিতে
অবশ করা প্রথম প্রেমের গাঢ় উষ্ণতা।

গন্তব্যের পথে ছুটে চলা ধমনির লাল রক্ত
আন্তনগর ট্রেনের স্বপ্নের লাল বগি,
দ্রুতগামী ট্রেনের ঝিকঝিক তালে নির্লিপ্ত
হৃদয় খোঁজে সমান্তরাল লাইনের সহযোগী।

সদ্য ঘুমভাঙা ভোরের পাখির সংগীতে
সবুজ চারা উঁকি দেয় সম্ভাবনার অঙ্কুর,
আগ্নেয়গিরির লাভার মতো বেয়ে চলা স্রোতে
পাহাড়ের চূড়ার সুউচ্চ অনুভূতি কামাতুর।

হিমবাহের বরফগলা জলের মুক্ত ছন্দে
ভেসে যাওয়া খেলনা বালির বাঁধ,
সুখের সাগরে ভেসে যাওয়ার আনন্দে
মুক্তি পায় জীবনের বোধের অপরাধ।
কমেন্ট বক্স




9