উত্তর আমেরিকার নিউইয়র্ক সিটি থেকে যতগুলো পত্রিকা বের হয়েছে, তার মধ্যে আদি ও অকৃত্রিম পত্রিকা হলো ঠিকানা। অন্য কোনো পত্রিকার সঙ্গে এর তুলনা হয় না। প্রবাসীদের মনের কথা ও প্রাণের কথা প্রতি সপ্তাহে এ পত্রিকার পাতায় পাতায় উঠে আসে, যা অন্য কোনো পত্রিকায় পাওয়া যায় না। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ও ইসলামিক মূল্যবোধ থেকে শুরু করে সব কলাম এই পত্রিকায় সুচারুভাবে প্রকাশিত হয়। বিশ্বের সব দেশের সংবাদ থেকে শুরু করে বাংলা ভাষাভাষীদের সব খবরই একই পত্রিকায় পাওয়া যায়। যার কারণে ঠিকানা সব পাঠকের মন কেড়ে নিয়েছে। এই পত্রিকার কলেবর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারও রক্তচক্ষুর তোয়াক্কা না করে নির্ভীক ও সাহসিকতার সঙ্গে প্রতি সপ্তাহে নিয়মিত প্রকাশিত হচ্ছে ঠিকানা। তাই বাংলাপ্রেমিকদের কাছে এ পত্রিকা অত্যধিক সমাদৃত। এ ছাড়া অন্য পত্রিকায় মৌলবাদী ও দলকানা গন্ধ থাকে। কিন্তু ঠিকানা পত্রিকায় তা দেখা যায় না। এই পত্রিকায় কোনো দলের পৃষ্ঠপোষকতা করে কোনো লেখা পরিবেশন করা হয় না। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু তদারকি করে এই পত্রিকায় প্রতিটি লেখা ছাপা হয়।
প্রবাসীদের আবাসন সমস্যা, চাকরির বিজ্ঞাপন, দেশীয় বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান বাংলা ভাষায় ঠিকানা পত্রিকায় প্রকাশ করা হয়। সুন্দর ও জাঁকজমকপূর্ণ লেখা সহজ-সরল ভাষায় প্রকাশ করা হয়, সঙ্গে থাকে নান্দনিকতাপূর্ণ চিত্রশৈলী। স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করায় এই পত্রিকা সবার প্রশংসা কেড়ে নিয়েছে। অনেক পত্রিকা রাজনৈতিক গোঁড়ামির মধ্যে ডুবে থাকে। পক্ষান্তরে ঠিকানা সব পাঠকের গুরুত্বকে সমান চোখে দেখে, কোনো দলের প্রতি বিশেষ টান রাখে না।
প্রবাসীদের সব অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সভা-সমিতি ও বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ডের বিশদ বিবরণ অত্যন্ত যত্নসহকারে প্রকাশ করা হয়। দেশের সর্বশেষ খবরাখবর পেতে ঠিকানা পত্রিকাই প্রবাসীদের একমাত্র অবলম্বন। দেশের শিক্ষা-সংস্কৃতি, রাজনৈতিক খবরাখবর, খেলাধুলার অনেক খবর আমরা প্রবাসে পাই না। ঠিকানা সব খবর আমাদের দোরগোড়ায় পৌঁছে দেয়। প্রবাসীদের চলতে যত বাধা-বিপত্তি আসে, তা ঠিকানায় আগাম প্রকাশ করা হয়। অপ্রতিদ্বন্দ্বী সংবাদ পরিবেশন করায় ঠিকানা আজ সবার অন্তরে জায়গা করে নিয়েছে।
বিভিন্ন জ্ঞানীজন, কলামিস্ট, সাহিত্যিক ও চিন্তাবিদদের লেখা প্রতি সপ্তাহে প্রকাশ করা হয়। এ ছাড়া কৌতুক, ছড়া, হাসির গল্প, মহিলা অঙ্গন ইত্যাদি প্রতি সপ্তাহে প্রকাশ করা হয়। ব্যবসায়ীদের বিভিন্ন দেশীয় পণ্যের প্রচার করা হয়। বাংলাভাষীদের বিভিন্ন সংগঠনের খবরাখবর, সভা-সমাবেশের খবর প্রতি সপ্তাহে প্রকাশ করা হয় এবং আইন ও ইমিগ্রেশন-বিষয়ক লেখা প্রতি সপ্তাহে প্রকাশ করা হয়। যেহেতু প্রবাসীরা অনেকাংশে ভালো ইংরেজি জানেন না, কোথায় গেলে তারা সব নাগরিক সুবিধা পাবেন, তাও ঠিকানায় প্রকাশ করা হয়।
বিভিন্ন ডাক্তার ও উকিলের চেম্বার রেফারেন্স ও আইন-বিষয়ক বিভিন্ন লেখা সহজ বাংলায় প্রকাশ করা হয়। মোটকথা প্রবাসীদের সব সমস্যার সমাধান এই পত্রিকায় সঠিকভাবে পাওয়া যায়। তা ছাড়া নবীন ও প্রবীণদের সমন্বয়ে লেখা হওয়ায় এই ঠিকানা সবার মন কেড়ে নিয়েছে।
ঠিকানার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে প্রাণঢালা অভিনন্দন জানাই। এই পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।
লেখক : সহসভাপতি, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন।