বাংলাদেশ একাডেমী অফ ফাইন আর্টস (বাফা)এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ষবরণের অনুষ্ঠান। বাফা প্রতিবছর দুই দিনের বর্ষবরণ অনুষ্ঠান করে। এবার দুইদিনের মধ্যে প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২৬ এপ্রিল জ্যামাইকায়। পরবর্তী দিনের অনুষ্ঠান হবে ১০ মে। এই দুই দিনের অনুষ্ঠানের জন্য তারা ব্যাপক আয়োজন করে।
২৬ এপ্রিল জ্যামাইকার সেন্ট ম্যারি লুইস একাডেমীতে সন্ধ্যায় বৈশাখী উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল বৈশাখী মেলা। মেলাতে নানা বয়সের মানুষেরা আসেন ও কেনাকাটা করেন।
এবারের অনুষ্ঠানের শিরোনাম ছিল বৈশাখী উৎসব ১৪৩২ ‘হে নূতন দেখা দিক আর-বার’। বাফা’র স্টুডেন্টরা এতে অংশ নেন। অনুষ্ঠানে বাফার নেতৃবৃন্দ, কমিউনিটির গণমান্য ব্যক্তিবর্গ, বাফা’র স্টুডেন্ট ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বাফার শিল্পীদের পরিবেশনা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল টিএন২৪। মেলা ও অনুষ্ঠানে প্রবেশের জন্য কোন ফি ছিল না। মেলাতে ফ্রি ফেস পেইন্টের সুযোগ ছিল। এছাড়াও ছিল ফ্রি কটন ক্যান্ডি।
এদিকে আগামী ১০ মে শনিবার ব্রঙ্কসে অনুষ্ঠিত হবে বৈশাখী উৎসব ১৪৩২ ‘গাহি সাম্যের গান’। বৈশাখী শুভযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী বৈশাখী মেলা। ব্রঙ্কসের পার্কচেস্টারে এই প্যারেড হবে।
বাফা’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, আমরা সফলভাবে অনুষ্ঠান করতে পেরেছি। বাফার স্টুডেন্টদের পরিবেশনায় দর্শক শ্রোতারা মুগ্ধ হন।