Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

কুলাউড়াবাসীর উদ্যোগে বনভোজন ২৯ জুলাই

কুলাউড়াবাসীর উদ্যোগে বনভোজন ২৯ জুলাই ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বসবাসরত কুলাউড়াবাসীর এক জরুরি সভা গত ২৭ এপ্রিল রোববার রাত ৮ টায় এস্টোরিয়ার জালালাবাদ অ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।   
সভায় আগামী ২৯ জুলাই রোববার এস্টোরিয়া পার্কে বৃহৎ পরিসরে কুলাউড়াবাসীর বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় কয়ছর রশিদকে আহ্বায়ক, প্রভাষক আফাজুর রহমান ফাহাদকে সদস্য সচিব এবং এনায়েত হোসেন জালালকে চিফ কো অর্ডিনেটর ও রেজাউল করিম  রেনুকে কো অর্ডিনেটর  করে শক্তিশালী বনভোজন কমিটিও গঠন করা হয়। এছাড়াও সভার শুরুতে অ্যাসোসিয়েশনের সদস্য ইমরুল চৌধুরীর মাতা, সাবেক কর্মকর্তা খালেদ খানের পিতাসহ প্রয়াত ব্যক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। 
কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আতিকুল হক শাহিনের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়ছর রশীদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচন কমিশনার জাবেদ খসরু, সাবেক নির্বাচন কমিশনার মাওলানা সাইফুল আলম সিদ্দেকী, সাবেক সভাপতি আশরাফ আহমেদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আনোয়ারুল হক চৌধুরী পারেক, কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ এম এন হক বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেনু, বর্তমান সহ সভাপতি এফ মালিক মুরাদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ সুজন, সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ যথাক্রমে কর্মকর্তা আবু সুফিয়ান, রুহুল আমিন, আব্দুল জব্বার সিদ্দিকী, মাজহারুল ইসলাম জনি, সায়েদ আলী, জাবির আহমেদ দোয়েল, মোহাম্মদ মান্নান, মোসাদ্দিক আহমেদ শিপু,  প্রভাষক আফাজুর রহমান ফাহাদ, আব্দুল আজিজ চৌধুরী, তালুকদার হাসনাত, মোহাম্মদ জায়েদ তালুকদার, সুরুজ মিয়া, সিলিক মিয়া সিদ্দিকী, শেখ মোনায়েম আহমেদ, শেখ সাকিব আহমেদ, জেবুল আহমেদ, আবির আলী, শেখ হুসাইন আহমেদ, শামসু মিয়া প্রমুখ।
কমেন্ট বক্স



9