লেখকের অঙ্গন’র ১৫তম পর্ব গত ২৬ এপ্রিল কুইন্স পাবলিক লাইব্রেরিতে নীরা কাদরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সাহিত্যের বিখ্যাত লেখকদের গ্রন্থপাঠ নির্ভর এই অনুষ্ঠানে মোহাম্মদ মহিবুর রহমানের আলোচনায় বিশিষ্ট লেখক, গবেষক মাহমুদুল হকের ‘কালো বরফ’ উপন্যাসের বিষয়বস্তু এবং উৎপত্তির নান্দনিক ধারা সুন্দরভাবে ব্যাখা করেন।
আলোচক, সুরীত বড়ুয়ার আলোচনায় উঠে আসে প্রখ্যাত হিন্দি লেখক প্রেম চন্দ’র ছোট গল্প সংকলন থেকে সমাজের নিম্ন শ্রেণির মানুষের কিছু অবিস্মরণীয় জীবন চিত্রের বাস্তবতা এবং এর প্রাসঙ্গিকতা।
এরপর রানু ফেরদৌস আলোচনা করেন বিশিষ্ট লেখক হায়াৎ মামুদের বই ‘রবীন্দ্রনাথ : কিশোর জীবনী’ গ্রন্থের আলোচিত দিক এবং কিশোর রবীন্দ্রনাথের শৈশবের সমুজ্জ্বল স্মৃতি কথা।
পরবর্তী আলোচক সুমন শামসুদ্দিনের আলোচনায় উঠে আসে বিশিষ্ট কবি আল মাহমুদের পাঠকনন্দিত কাব্য গ্রন্থ ‘সোনালী কাবিন’-এর কাব্যধারার অনান্য বৈশিষ্টতা।
সর্বশেষ আলোচক অধ্যাপিক হুসনে আরা আলোচনা করেন বিশিষ্ট লেখক, গবেষক, কথা-সাহিত্যিক শওকত আলীর আলোচিত উপন্যাস ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থের অন্তির্নিহিত ইতিহাসনির্ভর তৎপর্যের অনন্য সৃজন ধারার নান্দনিক বিকাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহিদা পারভীন, লাইব্রেরি লিয়াসন সেলিনা শারমিন প্রমুখ।
পরিশেষে পরিচালক নীরা কাদরী লাইব্রেরি কর্তৃপক্ষ এবং আলোচকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।