Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

সুন্দরী টিউলিপ ফুল

সুন্দরী টিউলিপ ফুল
আজি ফুটেছে কত সুন্দরী টিউলিপ ফুল,
মনে হয় যেন বাসন্তীর কানের দুল।
লাল সাদা হলুদ গোলাপি রঙের বাহার,
মন-ভোলানো রূপের তুলনা নাহি তাহার।
দলে দলে লোক আসে চালায়ে গাড়ি,
দূর হতে আসে ছাড়ি ঘরবাড়ি।
টিউলিপ ছড়ায়েছে যেন এক রূপের বন্যা,
রূপের জাদু এনে দিয়েছে বাসন্তী কন্যা।
শীতের অবসানে হয়েছে মধু বাসন্তীর আগমন।
তাইতো দিকে দিকে ফুল-ফলের নিমন্ত্রণ।
টিউলিপ, টিউলিপ তুমি যেন এক জাদুকর,
বারে বার তোমায় দেখি কত মনোমুগ্ধকর,
দূর থেকে মানব-মানবী কাছে টেনে আনো,
তাইতো বলছি তোমায় তুমি রূপের জাদু জানো।
তুমি রূপবতী এক ক্ষণিকের ফোটা ফুল,
তোমাকে হেরিয়া গাহিছে গান কত বুলবুল।
ফুল ফুটে ঝরে যায় এইতো জগতের রীতি,
তোমাকে স্মরিয়া রইবে বাঁচিয়া ভালোবাসার স্মৃতি।
দেখছি আজি টিউলিপ প্রতি দুর্নিবার আকর্ষণ,
দিকে দিকে ছড়ায়ে দিয়েছ ভালোবাসার নিমন্ত্রণ,
তোমার পাশে চলে ফটোসেশন কত শত,
সৌন্দর্যপিপাসু মানুষ আসে অবিরত।
ওগো মনোহারিনী সুন্দরী ফুল টিউলিপ,
জগৎ মাঝারে মানবহৃদয়ে ভালোবাসার দ্বীপ।
রূপের জগতে তুমি কত দিন পরে এলে,
ক্ষণিকের তরে রূপ ছড়ায়ে যাবে আবার চলে।
চেয়ে চেয়ে তোমার আগমন নিগমন দেখব,
তোমার কথাই সারাটা বছর ধরে ভাবব।
তুমি বছর শেষে আসবে আবার ফিরে,
রূপ-লাবণ্য সৌন্দর্যময় তটিনীর তীরে ॥

 
কমেন্ট বক্স



9