Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

ভালোবাসার নীলপদ্ম

ভালোবাসার নীলপদ্ম
চৈতি রাতের শরীর বেয়ে নেমে আসে
মেদহীন রোদের ঝলমলে নতুন সকাল।
রোদ আর বাতাসের কুচকাওয়াজে
প্রেমময় সম্ভাষণ জানায় সবুজ পাতারা।
প্রকৃতি হেসে ওঠে নানান ফুল আর ফলে
পাখিরা গেয়ে ওঠে নতুন দিনের গান।
অতীত প্রচ্ছদে আঁকা নস্টালজিক পটভূমি
দিনলিপির পাতায় আলো-আঁধারি খেলা।
আগত স্বপ্নজুড়ে হিজল ফুলের কারুকার্য
প্রত্যাশার সুই-সুতোয় বোনা নকশিকাঁথার মাঠ।
করপুট মনে উঁকি দেয় রংধনু বিকেল
চোখের সরোবরে ভাসে ভালোবাসার নীলপদ্ম।
চুকে যাক হালখাতার সব হিসাব-নিকাশ
বুক পেতে মেখে নেব কাঠফাটা রোদ্দুর,
হাতে হাত রেখে ভিজে যাব রিমঝিম বর্ষায়
একদিন শুভ্র কাশফুল ছুঁয়ে ফিরে যাব বসন্তদ্বারে।
 
কমেন্ট বক্স



9