Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

রাধাকৃষ্ণ সেবক সংঘের নববর্ষ উদযাপন

রাধাকৃষ্ণ সেবক সংঘের নববর্ষ উদযাপন
নিউইয়র্কের ব্রঞ্জের চার্চে রাধাকৃষ্ণ সেবক সংঘের উদ্যোগে প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদ্্যাপন গত ২৬ এপ্রিল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। রাধাকৃষ্ণ সেবক সংঘের শিল্পীদের অংশগ্রহণে দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান গতিময়তা লাভ করে।
রাধাকৃষ্ণ সেবক সংঘের সভাপতি নেপাল কুণ্ড, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস ও অনুষ্ঠানের আহ্বায়ক অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং রাধাকৃষ্ণ সেবক সংঘের কার্যকরী কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে বিশেষ শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী রোকশানা মির্জা। অনুষ্ঠানের শুরুতে এপিটাইজারের ব্যবস্থা করা হয় এবং অনুষ্ঠানের শেষে পান্তা ভাত ও ইলিশ মাছ ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কমেন্ট বক্স



9