সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনকের উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি চাই নিজ রেস্টুরেন্টে এক দোয়া মাহফিল ও ২০২৫-২৭ সনের জন্য কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এপ্রিল ২০২৫ হতে এপ্রিল ২০২৭ গঠনের লক্ষ্যে মোহাম্মদ কায়কোবাদ খানকে সভাপতি, কামরুজ্জামান বাচ্চুকে সিনিয়র সহ-সভাপতি ও লস্কর মইজুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনকের সভাপতি এম.এ সালাম আকন্দের সভাপতিত্বে এই সভায় উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন সঞ্চালক ও সংগঠনের সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল।
দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আবু জাফর বেগ। মাগরিবের নামাজ আদায়ের পর সংগঠনের প্রয়াত সদস্য সদস্যাদের মধ্যে যথাক্রমে নীতি নির্ধারক ডা. আব্দুস সবুরের বড় ভাই মরহুম শুকুর তালুকদার সেলিম, মরহুম রফিকুল ইসলাম সেলিম, নীতি নির্ধারক মোহাম্মদ কায়কোবাদ খানের স্ত্রী, উপদেষ্টা ফারুক হুসাইনের স্ত্রী, প্রয়াত হাফিজ আহমেদ ও সাথী আহমেদ সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, প্রয়াত আ: রব, প্রয়াত এম. এল গাজী সাবেক সভাপতি, প্রয়াত হুমায়ুন কবির সাবেক সহ-সভাপতি, প্রয়াত বাদল আকন্দ সভাপতির আত্মার শান্তি কামনায় জন্য দোয়া করা হয়।
অসুস্থদের মধ্যে সংগঠনের সদস্য ও সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি ভাই এর বড় বোন, উপদেষ্টা শওকত আকবর রিচির স্ত্রী, প্রধান নীতিনির্ধারক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তালুকদারের স্ত্রী ও সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রিন্সের সুসস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
২০২৫-২৭ সনের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে স্বাগত বক্তব্য রাখেন- সভাপতি এম.এ সালাম আকন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তালুকদার সাবেক সভাপতি ও প্রধান নীতিনির্ধারক, ডা. আব্দুস সবুর সাবেক সভাপতি ও নীতি নির্ধারক, আক্তারুর রহমান মামুন সহ-সভাপতি, শওকত আকবর রিচি উপদেষ্টা, ফারুক হুসাইন উপদেষ্টা, শিরিন আক্তার উপদেষ্টা, মোহাম্মদ কায়কোবাদ খান সাবেক সাধারন সম্পদক ও নীতিনির্ধারক, কামরুজ্জামান বাচ্চু সহ-সভাপতি এবং সাঈদ রহমান কার্যকরী সদস্য প্রমুখ।
সভায় উপদেষ্টামণ্ডলির মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জসিম চৌধুরী, শওকত আকবর রিচি, ফারুক হুসাইন, শিরিন আক্তার, মোহাম্মদ নকিব খান।
নীতি নির্ধারকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তালুকদার সাবেক সভাপতি ও প্রধান নীতিনির্ধারক, ডা. আব্দুস সবুর সাবেক সভাপতি ও নীতি নির্ধারক, মোহাম্মদ কায়কোবাদ খান সাবেক সাধারণ সম্পদক ও নীতিনির্ধারক। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মনি সাবেক সংসদ সদস্য।
কার্যকরী কমিটি ২০২২-২০২৪ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ সালাম আকন্দ, সভাপতি, কামরুজ্জামান বাচ্চু, সহ-সভাপতি, আক্তারুর রহমান মামুন, সহ-সভাপতি, এস. এম মোজাম্মেল হক, সাহিত্য সম্পাদক, কাজী রবি-উজ-জামান, প্রচার সম্পাদক, সাঈদ রহমান কার্যকরী সদস্য, গোলাম বাচ্চু কার্যকরী সদস্য।
এছাড়াও উপস্থিত ছিলেন মোস্তাক আলম চৌধুরী সাবেক চেয়ারম্যান জাগুয়া, জালাল আহমেদ সাবেক কমিশনার, মোহাম্মদ মনজুর হাসান বিপ্লব, মোহাম্মদ শামিম মিয়া, মোহাম্মদ হাসিব হোসেন, রাজিয়া ইসলাম, দেলোয়ার মোল্লা, আলম তালুকদার, নজরুল আলম, এমডি সিদ্দিকী, মিজানুর রহমান, গোলাম কিবরিয়া বাচ্চু, ফারহানা বেগম, সোহরাফ সরদার, সুমন, জসিম, কাজী সাইদুর রহমান, মোহাম্মদ জাহিদুল ইসলাম, এমডি সালে উদ্দিন, এমডি আনোয়ার হোসেন, এমডি আলী হোসেন, এমডি মাসুদ সিকদার, টি এম রুহুল আমীন, মোসাম্মৎ রাশিদা বেবি সাবেক কমিশনার, রীনা আবেদীন, এমডি নাসিম, এমএ বাশার খান, ফরিদা খান, নাবিলা খান, নিলয় খান প্রমুখ।
সভায় আগামী ১৭ আগস্ট রোববার বার্ষিক বনভোজন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।