কিংখান ও সুপারস্টার শাকিব খান-ইধিকা পাল অভিনীত বরবাদ সিনেমাটি যুক্তরাষ্ট্রে মহাসমারোহে চলছে। বর্তমানে নিউইয়র্ক, নিউজার্সী, বস্টন, আটলান্টা, ফ্লোরিডা , ভার্জিনিয়া, লস এ্যাঞ্জেলাসহ বিভিন্ন স্টেটের ১৮টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। এই প্রথম বাংলাদেশের কোন সিনেমা এক একটি হলে তৃতীয় সপ্তাহে চলছে। এই সিনেমাটি দর্শক প্রিয়তা পেয়েছে। আর এই কারণে দর্শক চাহিদা থাকায় তৃতীয় সপ্তাহেও থাকছে।
এই ব্যাপারে গ্যালাক্সি মিডিয়ার সিইও বদরুদ্দোজা সাগর বলেন, বরবাদ সিনেমাটি ভাল চলছে। আমরা তৃতীয় সপ্তাহেও এটি রাখছি। দর্শকরা বেশ ভালভাবেই নিয়েছেন। দর্শক প্রিয়তা থাকলে আমরা এক সপ্তাহ বাড়াতেও পারি।