ক্ষোভ দ্রোহে কেঁপে
ওঠে ধনীদের তক্ত
শ্রমিকেরা অধিকারে ঝরিয়েছে রক্ত
শিকাগোতে দামামার
সুর বাজে দাঙ্গা
তাজা প্রাণে রাজপথ
লালে লাল রাঙা।
ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সঙ্গে
পুলিশেরা গুলি ছোড়ে শ্রমিকের অঙ্গে
সারা দেশে কাজ ভুলে
দ্রোহানলে দেশটা
আট ঘণ্টা শ্রম দাবি
শ্রমিকের পেশটা
শ্রমচাষে বিশ্বালয় শ্রমে পায় মূল্য
অধিকারে বুক পেতে
আনে জয়মাল্য।