তপ্ত বালুকায় মুখ লুকিয়ে উন্মুক্ত পৃষ্ঠ
কী করে ঠেকাবে ছুরিকাঘাত যা কখনো
এড়াতে পারেনি মিথ্যে আবেগের ঢাল
এফোঁড়-ওফোঁড় হয়ে গেছে রক্তপাত দেখেনি
শুনেছে প্রচণ্ড ব্যথার গভীরতা অনুভূতিহীনতা
তাইতো গা এলিয়ে বসে থাকে নির্বিকার
শেষ দেখার অভিপ্রায় অন্তিমে কাল হতে পারে
মোটেও চিন্তিত নয় সেই ভয়াবহ দৃশ্যের কল্পনায়
একটি দিন পার করে দিতে পারলে হাততালি
নির্বোধ মশগুল থাকে অযথা সময়ক্ষেপণে
তাগদা নেই যুঁঝবার ঘাতকের ইচ্ছে পূরণের
জন্য তার বেঁচে থাকা অথবা অসময়ে প্রয়াণ।