শিকাগো শহর, আমেরিকা, অষ্টাদশ শতাব্দীর ক্ষোভ,
শ্রমিকেরা বলল, ‘কাজের ঘন্টা হোক আট’ বেশি কাজে নেই লোভ।
১লা মে, ১৮৮৬ দাবিটা ছিল স্পষ্ট,
রক্তে ভেজা দাবি আজও বয়ে আনে অনেক কষ্ট।
হে মার্কেট স্কয়ারে উঠেছিল গর্জন
বুলেটে নিভে গেল শ্রমিকের আন্দোলন।
থামেনি তবুও প্রতিবাদের শপথ
মে দিবস আনলো বিশ্বে এক নতুন পথ।
ঘামে ভেজা, হাতে গড়া সভ্যতা
ন্যায্য দাবিতেই এসেছিল সফলতা।
শ্রমিকের ত্যাগেই জ্বলে সভ্যতার আলো
দিনে দিনে দূর হয় অনিয়ম ও কালো।
মে দিবস মানে শুধু ছুটি নয়
এটি ত্যাগ ও সংগ্রামের চিরন্তন পরিচয়।
শ্রমিকের পাশে থেকো, দাঁড়াও সকলে নির্ভয়ে
প্রত্যাশা, পরিবর্তন আসবেই সমাজ জয়ে।