তুমি ফুলের জন্ম চেয়েছিলে
এমন খুচরো ভালোবাসবে বলে।
আড়াল রাখো তোমার চোখ দু’খানা
কেন? থাক, না-ইবা হলো সবটা জানা।
আমি ঘোর কেটে আটকে থাকা ঘুড়ি
নিজেই কয়লার মতো পুড়ি।
ভাবছি আমি কাকে আগলে রাখি
সুযোগ পেলেই হয় সে অচেনা পাখি।
ছেড়ে দিয়ে, উড়িয়ে দিলাম দূর আকাশে
আগামী ফাগুনে দেখব সেলফিতে কারও পাশে।