২৩ বছর পর হাটবাজার রেস্টুরেন্ট ও গ্রোসারির ব্যবসা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের পুরোনো লোকেশনে ৩০ এপ্রিলের পর হাটবাজার রেস্টুরেন্ট বন্ধ থাকবে। এটি নতুন লোকেশনে নেওয়া হবে। নতুন লোকেশন পাওয়া গেলে আরও বড় পরিসরে নতুন রূপে হাটবাজারের ব্যবসা চালু করা হবে।
হাটবাজারের মালিক মনসুর চৌধুরী বলেন, আমরা জ্যাকসন হাইটসের পুরোনো লোকেশনে আর ব্যবসা পরিচালনা করব না। এটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ৩০ এপ্রিল শেষ দিন। এই ব্যবসা আমরা সাময়িক সময়ের জন্য বন্ধ করছি। আগামীতে আমরা যখন জায়গা পাব, তখন আবার ব্যবসা চালু করব। আমরা ইতিমধ্যে জায়গা খুঁজছি। তবে আমরা অন্য কোনো এলাকায় ব্যবসা পরিচালনা করতে চাইছি না, জ্যাকসন হাইটসেই থাকতে চাচ্ছি।