Thikana News
০২ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

পল্লি স্মৃতি

পল্লি স্মৃতি
সবুজ ছায়া মায়ায় ঘেরা ছোট্ট আমার ঘর,
ভালোবাসায় ছিল মোড়া জুড়াত অন্তর।
মায়ের স্নেহ বাবার আদর থাকত ঘিরে পাশ,
নির্ভাবনায় কাটত জীবন সুখেই বারো মাস।

অভাব ছিল কষ্ট ছিল তবুও ছিল সুখ,
পেতাম তাতে প্রাণের পরশ হটত দূরে দুখ।
মনের কোণে ভাসছে আজি পল্লিমায়ের কোল,
গাছের সাথে লতা বেঁধে দিতাম সুখে দোল।

জানলা খুলে রাতের বেলা যেতাম সবাই ঘুম,
বাতাস এসে শীতল দিত সাথে আদর চুম।
খালি পায়ে সবাই মিলে স্কুলে যাই রোজ,
আসতে যেতে নিতাম গাছের নানান ফলের খোঁজ।

গাছে উঠে পেরে খেতাম পাকা পাকা আম,
খুঁজতে যেতাম কোথায় গাছে পাকছে কালো জাম।
সেদিনগুলো মনের কোণে তুলছে আজও সুর,
জাগায় প্রাণে সুখের আবেশ কষ্টরা যায় দূর।
কমেন্ট বক্স