Thikana News
০২ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

ডেমোক্রেটিক প্রাইমারি  বিশাল ব্যবধানে  জয়ী ওকাসিও

ডেমোক্রেটিক প্রাইমারি  বিশাল ব্যবধানে  জয়ী ওকাসিও
নিউইয়র্ক ডেমোক্রেটিক প্রাইমারিতে বিশাল ব্যবধানে হাউজ ডিস্ট্রিক্ট ১৪ থেকে জয়ী হয়েছেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। ২৫ জুন মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচন শেষে রাতে প্রাপ্ত ফল অনুযায়ী ওকাসিও পেয়েছেন ১৮ হাজার ৯৮৮ ভোট। যা মোট ভোটের ৮২ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ওকাসিও একমাত্র প্রতিদ্বন্দ্বী মার্টি ডোলান পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট, যা মোট ভোটের ১৭ দশমিক ৯ শতাংশ। 
২৫ জুন মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফেডারেল, স্টেট ও সিটিতে ছিল ভোটের দিন। নিউইয়র্ক সিটিতে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৬টায় এবং তা একটানা চলে রাত ৯টা পর্যন্ত। 
নিউইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশনের তথ্য অনুযায়ী- নিউইয়র্ক সিটির আওতাধীন প্রাইমারিতে সারোগেট, সিভিল কোর্টের কাউন্টি জজ, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ, স্টেট সিনেটর, অ্যাসেম্বলি মেম্বার, সিভিল কোর্টের ডিস্ট্রিক্ট জজ, ডিস্ট্রিক্ট লিডার, জুডিশিয়াল ডেলিগেট ও কাউন্টি কমিটির নির্বাচন হয়। 
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে ডিস্ট্রিক্ট ৩৪ থেকে প্রাইমারিতে নির্বাচিত হয়েছেন জেসিকা গঞ্জালেস রোজাস। 
উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ও সাধারণ নির্বাচন। 
 
কমেন্ট বক্স