কোনো কিছু কেনার জন্য সুতীব্র আকাক্সক্ষা দরকার
কেনার জন্য সামর্থ্য থাকা বড্ড প্রয়োজন,
তাহলেই কেনা যায় চাহিত সেই পণ্য ও তার উপযোগ।
আমাদের বাপ-দাদাদেরও কেনার সুতীব্র আকাক্সক্ষা ছিল
হৃষ্টপুষ্ট সামর্থ্যও ছিল।
বায়ান্নর সেই ফাগুন দুপুরে
হাট বসেছিল ঢাকার রাজপথে,
কোকিল শিমুলের ডালে বসে বর্ণমালার গান ধরেছিল
বুকের তাজা রক্ত ঢেলে কতিপয় সামর্থ্যবান ছেলে
সেই দিন চড়া দামে কিনেছিল ‘মাগো’ ডাকার উপযোগ।
বিশ্বাস হচ্ছে না তো?
তাহলে দেখো- কেনাবেচার সেই হাটের স্মারক দলিল
চিরজাগ্রত শহীদ মিনার।