Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

এখন তুমি কেমন আছ

এখন তুমি কেমন আছ



 
এখন তুমি কেমন আছ কানে শোভে ঝুমকো দুলে
এখনো কি বায়না ধরো তেঁতুল আচার কাঁচা কুলে?
এখনো কি আঁকো বুঝি হিজিবিজি মনের খাতায়
স্বপ্নগুলো করে খেলা কাজল কালো চোখের পাতায়?

এখনো কি ছন্দে মাতো আলতা পায়ে রুপোর মলে
তা ধিন তা ধিন ঘুরে বেড়াও বৈঁচি ফুলের মালা গলে?
এখনো কি খুকির মতো করো তুমি নিত‍্য বায়না
শিল্পকলায় নাটক দেখো গলায় পরে মাটির গয়না?

এখনো কি খুনসুটিতে মেতে ওঠো দারুণ সুখে
অভিমানের লোনা জলে ব‍্যথার ঊর্মি ওঠে বুকে?
এখনো কি তারা গোনো জোসনা রাতে ঘরের দাওয়ায়
চোখের পাতায় কাঁপন লাগে ঝিরিঝিরি ঠান্ডা হাওয়ায়?

এখনো কি সইয়ের সাথে মজা করে আচার খাও
ইলশে গুঁড়ি বিষ্টিতে কি দু’হাত মেলে ভিজতে যাও?
এখনো কি গুনগুন করো জুনি পোকার গানের সুরে
রুপোর সিকি ঝিকিমিকি মনটা হারায় অচিনপুরে?
কমেন্ট বক্স




9