একটু ভালো থাকার আশায়
বেছে নিয়েছ প্রবাস-জীবন
নাড়িছেঁড়া ধন ‘দেশ’কে বিদায় দিতে,
কাঁদে মন আমরণ।
সুখপাখিটার খোঁজে তুমি
মরছ ধুঁকে ধুঁকে,
জীবন বহরের যুদ্ধে তুমি লড়ছ নিঃসংকটে।
কষ্ট তুমি নিলে বরণ,
সুখকে দিয়েছ বিসর্জন।
দেশের মানুষ ভালো থাকুক,
এই চাওয়ায় মন সর্বক্ষণ।
দিন-রাত তুমি শ্রম দিয়ে গড়ো,
নিবিড় সুখের প্রাসাদ।
আপন মানুষ পর হয়ে ভুলে যায়
তোমার শত কষ্টের প্রভাব।
সকল স্মৃতি পেছনে ফেলে, কাটিয়ে দিলে
প্রবাসী হয়ে,
একটু ভালো থাকার আশায়
জীবন চলে ফেরারি হয়ে
হয়তো কখন নিভে যায় জীবন,
চরকির কাঁটা থেমে যায় তখন।
শুধু দিয়ে যায় সুখের ভিসা,
আপন মানুষ কাটায় দিশা।
এই তো জীবন প্রবাস-জীবন,
ধন্য ধন্য প্রবাসী মন।ি