সেদিনটা কি কভু ভোলা যায়...
নাকি তা ভোলার মতো...?
দিনটা ছিল ইং ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি
বাংলা ১৩৫৮ বঙ্গাব্দ বৃহস্পতিবার
পশ্চিম পাক বাহিনীর কিছু নিষ্ঠুর অস্ত্রধারী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে
আর তার সম্মুখ পিচঢালা রাজপথে
সেদিন মাতৃভাষার দাবিতে আন্দোলনরত
ছিল যত নিরস্ত্র বাঙালি শিক্ষার্থী
তাদের ওপর নির্বিচারে চালিয়েছিল গুলি,
আমরা তা কী করে ভুলি...?
সেদিনের কথা কি কভু ভোলা যায়...
নাকি তা ভোলার মতো..?
রক্তচক্ষু শাসকের কড়া নিষেধ উপেক্ষা করে ১৪৪ ধারা ভঙ্গ করে যখন শিক্ষার্থীরা
বাঁধভাঙা জলো স্রোতের মতো
সব বাধা ভেঙে এগিয়ে চলছিল সম্মুখপানে
তখনই বক্ষ ছেদ বুলেটের বিকট শব্দ...
মুহূর্তে স্তব্ধ হলো জনস্রোতে ভরা সে রাজপথ
পিচঢালা পথ হলো রক্ত সমুদ্রে রঞ্জিত,
লাশ হলো মিছিলে বাঙালি কত..?
অ, আ, ই, ঈ, ক, খ, গ, ঘ, ঙ
আমার বাংলা মায়ের ভাষায়
ভালোবাসায় গাঁথা, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অক্ষরের
পোস্টার হাতে রাষ্ট্রভাষা বাংলা চাই...
স্লোগান দিতে দিতে শহীদ হলো
সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত
আরও নাম না-জানা কত-জনা,
তোমাদের ভুলব না, তোমরা জোগাও চেতনা
এনে দিয়েছ বাংলায় স্বাধীনতা,
তোমরা মানে তো স্বপ্ন একরাশ পিছু ইতিহাস
বলতে পারি আজ মায়ের ভাষায় কথা
তোমরা মানে লাল-সবুজের পতাকা।