বলা হয়নি তুমিও বলোনি
দুজনে বুঝেছি বেশ
এত দিন পর পেছনে তাকালে
শুনি হৃদয়ের রেশ।
যেকোনো কথায় হাসতে তুমি
আমি উঠতাম কেঁপে
ভাব বিনিময় সমানে হতো
কথা হতো শুধু মেপে।
তোমার চোখেতে সাগর ছিল
আকাশে তারার মেলা
তারাদের মাঝে খুঁজেছি তোমায়
খুঁজে খুঁজে দিশেহারা।
গজেন্দ্র কুমার সুনীল আজাদ
পড়েছি তোমার কাছে
তোমার কথারা কবিতা হয়ে
হৃদয়েতে জমে আছে।
হঠাৎ তোমার বিয়ে হয়ে গেল
পড়া পড়া হলো শেষ
তুমিও বোঝোনি আমিও বুঝিনি
কী যে ছিল অবশেষ।
এখন বুঝেছি মরমে মরমে
কী যে ছিল শুধু বাকি
আশপাশ দিয়ে হেঁটেছি দুজনে
মনকে দিয়েছি ফাঁকি।