Thikana News
০১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

আমরা বায়ান্নর শহীদ

আমরা বায়ান্নর শহীদ
অ আ ক খ বর্ণমালা দিয়ে যারা শব্দ গড়ছ,
কবিতার চরণ তৈরি করছ,
প্রিয়জনের সাথে মনের মাধুরী মিশিয়ে কথা বলছ,
স্রষ্টার কাছে বিনীত বদনে আকুতি-মিনতি করছ।

তাদেরকে বলছি,
বাংলা বর্ণগুলোর সাথে নাসিকা মিশিয়ে
ঘ্রাণ নিয়ে দেখো, ওদের গায়ে লেগে আছে ভাষাশহীদদের তাজা রক্তের গন্ধ।

বর্ণগুলোর পাশে কান পেতে দাও,
শুনতে পাবে, রাজপথে স্লোগানরত ছাত্রদের ওপর ছোড়া গুলির গুড়ুম গুড়ুম শব্দ।

আমরা বায়ান্নর শহীদ,
আমাদের জীবনের বিনিময়ে তোমাদের জন্য এনেছি, অ আ ই ঈ, ক খ গ ঘ ঙ।
স্বৈরশাসকদের ছোবল থেকে কেড়ে এনেছি মাতৃভাষা, আমরি বাংলা ভাষা।

অধিকার আদায়ের সংগ্রামে যারা অনড়, যারা আপসহীন, তাদের জন্য আমরা চির অনুপ্রেরণা।
কমেন্ট বক্স



9