ঘুম ভেঙে গেল কারও ব্যথার কান্নায়
নির্জন ঘরেতে কষ্ট রাত্রি শূন্যতায়
অশরীরী সে নারীর আত্মার চিৎকারে
সফেদ মেঘের গায়ে পার্পল জখম
হ্যালুসিনেশনে শুনি-অন্ধ বাবা ভাঙ্গা
পৃথিবীর ভবিষ্যৎ-নির্ভুল বাতলায়-
পীতাভ হলুদ রাত্রি কুয়াশা-বরফে
লালাভ আঙুল যেন অশ্বত্থের ঝুরি
নেমে গেছে শতাব্দীর অন্তর্বাস খুলে-
শরীরের ত্বক খসে পুঁজের ভান্ডারে
মৃত মানুষ গলির আনাচ-কানাচে-
চিরহরিৎ বৃক্ষরা পাতা না ঝরিয়ে
বনভূমি ছেড়ে যাবে উষ্ণতার খোঁজে
সূর্যটা শীতল হবে- সব ঘর শূন্য
মানুষের দেওয়া ক্ষত পৃথিবী নিঃশব্দে
ঠিকঠাক সারাবে; আমি শুধু কোনো রাতে
অযথা এলিয়েনের ঘুমটা ভাঙাব