১. শৈশব
উঠানের দখিন কোণে জমা রাখা
আমাদের অতীত দৃশ্যকল্প;
পুরোনো স্মৃতির বুক পিষে কবেই
ওখানে দাঁড়িয়েছে ইটের দালান,
গুপ্তধনের মতো আমরা এদিক-সেদিক
খুঁজে ফিরি হারানো শৈশব।
বালিকার আলতো হাত ফসকে
উড়ে যাওয়া প্রজাপতির মতো
আমাদের অজান্তেই কখন
হারিয়ে যায় শৈশবের বিরল চিত্রকল্প,
রূপকথার কাঁথা মোড়ানো
ফেলে আসা নাটাই-ঘুড়ি।
আমরা তা বুঝি না
বুঝি না বলেই
আর ফিরে পাব না জেনেও
আমরা হাতড়ে বেড়াই
পূর্ণ চাঁদ, জোছনাভরা উঠান,
শেষ রাতের বৃষ্টিতে মায়ের ওম।
আমাদের কল্পনায় স্মৃতির শৈশব
শিশুই রয়ে যায়।
২. প্রতীক্ষা
রেখে যাচ্ছি কেবল প্রতীক্ষা;
প্রতীক্ষা মানে তো জননীর দু’চোখ
পাতে ভাত বেড়ে বসে থাকা অলস দ্বিপ্রহর,
শেষ বিকালের খুনসুটিতে বোনের আবদার,
মেহেদিরাঙা হাত কপালে ধরে
নিষ্পলক প্রেয়সীর অপেক্ষার প্রহর।