রোদের তীব্রতায় শিশিরের প্রস্থান
প্রিয়ার ঠোঁটেও অভিমানের সাম্পান।
নদীর শরীরে ভাসে চাঁদের ছায়া
যন্ত্রণার প্রলেপে মনের কায়া,
দুঃখ-জাগানিয়া পাখির গানে...
সবেতেই একঘেয়ে সংকীর্ণ আহ্বান।
কোথায় শুনেছ সুখ জয়ধ্বনি
বিপদে কে আছে আজও অগ্রণী?
জ্বালানো প্রদীপ নেভায় যে বায়ু
মৃত্যুর আশায় কার ধড়ে আয়ু?
তৃষ্ণার্ত হৃদয়ের প্রেমসুধা পানে..
নেই আর সেই তৃপ্তি অফুরান।