Thikana News
০১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

যেখানে দূরত্বের দৌরাত্ম্য নেই

যেখানে দূরত্বের দৌরাত্ম্য নেই



 
মাকে ঘিরে যে আরেক মা সব স্বপ্নজুড়ে,
ছুটির অবকাশে তাঁকেও দেখতে গিয়েছিলাম।
বার্ধক্যের শীর্ণ বেদনাসিক্ত অকুণ্ঠ ভালোবাসায়
দীপ্তমান অভিব্যক্তি বক্ষ্যমাণ সময়ের স্রোতে
আমার অবয়বে মাটি ও পানির মতো অবিচ্ছেদ্য।

বার্ধক্যের জটিলতায় জীবনের শেষাংশে তুমি এখন,
অবশিষ্ট দিনগুলোর যবনিকাপাত হলে তুমি থাকবে না,
স্নেহশীল শীতল হাত রাখবে না এই ললাটে আর,
যেখানে থাকে স্পর্শকাতর নিরাময় উৎকর্ষ।
তোমার মায়াময় দৃষ্টির অন্তরে আমি প্রতীয়মান প্রতিচ্ছবি
যত্নশীল ভালো লাগার ফ্রেমে আবদ্ধ।
আকাশের মতো নির্বিকার হয়েও আচ্ছাদিত করে রাখো
মেঘের মতো, বৃষ্টির মতো, আলোকিত উজ্জ্বলতায়,
অপলক দৃষ্টিপটে যেখানে দূরত্বের দৌরাত্ম্য নেই।

যে জননী অবনীতে মায়েরও ‘মা’ বলে সম্বোধিত
সেখানে প্রেমময় জলধির ঢেউ অশান্ত হলেও
উভ্রান্ত হয় না বিভ্রান্ত অনুরাগের বিরাজমান বিরাগে।
মা! সময় ফুরালে চলে যাবে জানি অব্যক্ত আক্ষেপে,
রেখে যাবে আমাকে মৃত্তিকার ওপর সেই মায়ের কোলে
যে তোমার আমার সবার মা বলে জানি।
কমেন্ট বক্স