অপেক্ষায় আছি
মেঠোপথ ধরে সাবদি যাব,
ব্রহ্মপুত্র নদে স্নান করে
বিস্তীর্ণ দু’পাড়ে ফুলের গ্রাম ঘুরে
প্রেমতলার একটু বিশ্রাম নেব
অপেক্ষা আমার পিছু ছাড়েনি।
অপেক্ষায় আছি
শীতলক্ষ্যার বন্দর ঘাটে ব্রিজ হবে
লক্ষাধিক শ্রমিকের পারাপারে
নৌকাডুবির অবসান ঘটবে,
স্বাধীনতা ও রাজনীতির পঞ্চাশ
অপেক্ষা আমার পিছু ছাড়েনি।
অপেক্ষায় আছি
ভাবছ তুমি, অন্য কারো
যে কথা রাখবেই, আসবেই,
আজ আমারও পঞ্চাশ
মৃত্যু শাশ্বত কথা রাখবেই
অপেক্ষা আমার পিছু ছাড়েনি।
অপেক্ষায় আছি
হাজার রকমের অপেক্ষা
হাজারো অসম্পূর্ণ স্বপ্ন
শাশ্বত সত্য মৃত্যু
মৃত্যু আলিঙ্গনে ভুল করে না
অপেক্ষা আমার পিছু ছাড়েনি।