Thikana News
০১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

তোমাকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই

তোমাকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই



 
তোমাকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই
সুগন্ধি গোলাপ, গোলাপগুচ্ছ কিংবা গোটা একটা বাগান
সবই দেওয়া হয়ে গেছে।
জুঁই-চামেলি-গন্ধরাজসহ প্রতিটি ফুল তোমার নির্মল স্পর্শের কথা বলে।

পৃথিবীর এত এত লোভনীয় জিনিস-
দামি দামি প্রসাধনী, সুউচ্চ অট্টালিকা, টাকা-কড়ি, জমি-জিরাত
কিছুই তোমাকে টানে না।

আমাদের ঘরে একাধিক থালা-বাটি
তবুও আমরা এক থালাতেই খাই
পাশাপাশি দুটি বালিশ
তবুও এক বালিশেই মাথা রাখি, ঘুমাই
তাল মিলিয়ে শ্বাস নিতে নিতে আর শ্বাস ফেলতে ফেলতে
আমার হৃদয় সঞ্চারিত হয় তোমার হৃদয়ে।
সর্বসাকল্যে এইটুকু ছিল আমার, সেটিও তোমাকে দিলাম।

এখন তোমাকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই।
কমেন্ট বক্স