Thikana News
২৫ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

শাণিত বক্ষে

শাণিত বক্ষে



 
শাণিত বক্ষে নয়নে নয়নে
উজাড় করা গান
পিদিম বাতির মিটমিট আলো
হৃদয়ে বহমান।
ধূসর গোধূলি অঙ্গে অঙ্গে
জলতরঙ্গের ইশারা
ধূলিমাখা দীর্ঘ জটে খ্যাপা,
খুঁজে পাচ্ছি না কূলকিনারা।
অনন্তকাল শাণিত বক্ষে
শয়নে স্বপনে জাগরণে
বিস্তৃত খোলা বটের ছায়ায়
জড়িয়ে রেখো অনুরণে।
কমেন্ট বক্স




9