Thikana News
২৫ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

মুক্তির মসনদ

মুক্তির মসনদ



 
শতমূলী বোধে রচিত হলো না ভিত
যে যার মতো নিজের গাইছে গীত।
উজানের রাজনীতি বয়ে লবণাক্ত ঘ্রাণ
সুরাপাত্রে ডুবে শৌখিন মাতালের প্রাণ।
নকশিকাঁথা জুড়ে হিংস্র পাখির ঠোঁট
ঈগল ও শকুনেরা বাঁধে আমরণ জোট।
চাবুকের কারুকাজে কম্পিত হিমাচল
ধিকধিক ধমনির পথে রক্তিম চলাচল।
আকাশ ছুঁয়ে গেছে বাজারের বাটখারা
ব্যবসায়ী জমিন আজ ফসলে উর্বরা।
শাসন-শোষণে কফির কাপে দেয় চুমুক
দম্ভিত পদভারে ভাঙে পিপীলিকার বুক।
কত দূর কত যুগ কাক্সিক্ষত স্বপ্নের সনদ
শতমূলী বোধে আমাদের মুক্তির মসনদ।
কমেন্ট বক্স




9