Thikana News
২১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে  স্টেট বিএনপির পদযাত্রা

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে  স্টেট বিএনপির পদযাত্রা
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিউইয়র্কে পদযাত্রা করেছে স্টেট বিএনপি। গত ২৩ জুলাই রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় অনুষ্ঠিত পদযাত্রায় সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। 
শেখ হাসিনার পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দাবিতে অনুষ্ঠিত পদযাত্রাটি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা থেকে শুরু হয়ে বাংলাদেশ স্ট্রিট প্রদক্ষিণ করে। 
পদযাত্রার আগে ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। সঞ্চালনা করেন সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ। বক্তব্য দেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি এস এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, স্টেট বিএনপির যুগ্ম আহব্বায়ক নাসিম আহমেদ, শহীদুল ইসলাম সিকদার, আশরাফ হোসেন, দেওয়ান কাউসার, নিরা রাব্বানী, হুমায়ুন কবীর এবং আনিসুর রহমান।

নিউইযর্ক : স্টেট বিএনপি’র বিক্ষোভ সমাবেশ। 

সমাবেশে বক্তারা অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ এবং ত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, সদস্য মোতাহার হোসেন, হাবিবুর রহমান হাবিব, ওয়াহেদ মন্ডল, মীর মশিউর রহমান, এম এ কাইউম, রহিজ উদ্দিন, বাচচু মিয়া, সাবেক ছাত্র নেতা সাইফুর রহমান খন্দকর সাবু, হাফিজুর রহমান পিন্টু, শরীফ উদ্দিন চৌধুরী পাপপু, হাজী জহির মোল্লাহ, মিজানুর রহমান, সফিকুল ইসলাম মিলন, মহিলা নেত্রী জিনাত রেহেনা রিনা, ছাত্রনেতা ডা. এম সহিদুর রহমান, মহিলা নেত্রী মুন্নী আক্তার, আবুল কালাম প্রমুখ
কমেন্ট বক্স



9