Thikana News
২১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  শান্তি ও উন্নয়ন সমাবেশ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  শান্তি ও উন্নয়ন সমাবেশ
নিউইয়র্কে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত ২২ জুলাই শনিবার বিকালে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ যে নাগরিক সুবিধা পেয়েছে, তার পরিপ্রেক্ষিতে নৌকায় ভোট দিয়ে তারা শেখ হাসিনাকে পঞ্চম বারের প্রধানমন্ত্রী হিসেবে স্বাগত জানাবেন। সেই তাগিদে আমরা উন্নয়ন ও শান্তির সমাবেশ করছি। 
তিনি বলেন, দেশ ও বিদেশে অনেকে অশান্তি তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে। ষড়যন্ত্রকারীরা নির্বাচন বানচালের অভিপ্রায়ে নানা কথা বলছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সৈনিকেরা কখনোই শান্তি নস্যাতের সুযোগ দেবে না। 

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য দেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান। 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া এনামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সহ-সভাপতি সামসুদ্দীন আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, আব্দুল হাছিব মামুন ও মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কার্যকরী সদস্য খোরশেদ খন্দকার, শরীফ কামরুল ইসলাম হীরা, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য জয়নাল আবেদীন জয়, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতা দুরুদ মিয়া রনেল, সুবল দেবনাথ, যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল হক জিহাদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসদ-এর সাধারণ সম্পাদক নূরে আলম জিকু প্রমুখ বক্তব্য রাখেন। 
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও যুক্তরাষ্ট্র মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। 
সমাবেশে বক্তারা বলেন, পদযাত্রার নামে বিএনপি আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে। মুজিব সৈনিকদের চোখ-কান খোলা রাখতে হবে। তারা বলেন, আমরা যে শান্তির পতাকাবাহী একটি সংগঠনের কর্মী তা প্রমাণিত হয় ছাত্রলীগের শিক্ষা, শান্তি, প্রগতির স্লোগানেই। আমরা সকলেও এটাও জানি যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিতে জুলিও কুড়ি পদক পেয়েছিলেন। তাই বাংলাদেশে বারবার শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই। 
বক্তারা আরো বলেন, ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। তাই আমরা চাই না বাংলাদেশে নির্বাচনের নামে বিভিন্ন কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা করুক, যারা বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তাই আমরা বলতে চাই, ১৭ কোটি মানুষ আর অশান্তি দেখতে চায় না। প্রবাসীরাও শান্তি চায়, তারা মাতৃভূমিতে অশান্তির দাবানল জ্বলে উঠুক তা দেখতে চায় না।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, খুরশীদ আনোয়ার বাবলু, মকবুল তালুকদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতা আশ্রাব আলী, আওয়ামী লীগ নেতা এম এ আলম বিপ্লব, হাসান জিলানী, শিবলী ছাদেক শিবলু প্রমুখ।
কমেন্ট বক্স



9