পাবলিক চার্জের আওতায় অনেকেই সরকারি সুবিধাভোগীদের চিহ্নিত সুবিধা নিয়ে থাকেন। এসব সুবিধা যারা নিয়ে থাকেন, তাদের কাছে বেশির ভাগ সময়ই ইউএসসিআইএসের পক্ষ থেকে প্রশ্ন করে জানতে চাওয়া হয়, তিনি কোনো সুবিধা নিয়েছেন কি না। এখন আর কাউকে প্রশ্ন করে এ বিষয়ে জানার প্রয়োজন হবে না। পাবলিক চার্জের আওতায় থাকা সুবিধাভোগীদের সহজেই চিহ্নিত করা যাবে, তারা কোনো সুবিধা নিয়েছেন কি না। ইউএসসিআইএসের সংশ্লিষ্ট কর্মকর্তা বুঝতে পারবেন, কোনো ব্যক্তি এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন কি না এবং সরকারের কোনো সুবিধা নিয়েছেন কি না। নিয়ে থাকলে কোন প্রেক্ষাপটে কখন এসব সুবিধা নিয়েছেন, তিনি কি নিরুপায় হয়ে নিয়েছেন, নাকি ইচ্ছা করেই সরকারের ওপর বোঝা হয়েছেন। যারা সরকারের সুবিধা নিয়ে সরকারের অর্থনৈতিক অবস্থার ওপর চাপ তৈরি করবেন, তাদের যুক্তরাষ্ট্র সরকার এখানে থাকতে দিতে আগ্রহী নয়। ২০ জুলাই ইউএসসিআইএস পাবলিক চার্জের গ্রাউন্ডের বিষয়টি আপডেট করেছে। সেখানে তারা বলছে, স্ট্যাটাস আবেদনকারীদের সামঞ্জস্যের ক্যাটাগরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের জন্য ইউএসসিআইএস পলিসি ম্যানুয়ালের ভলিউম ৮, পার্ট জি, অধ্যায় ৩, প্রযোজ্যতার পরিশিষ্ট থেকে অগ্রহণযোগ্যতার পাবলিক চার্জ গ্রাউন্ড প্রযোজ্য হয়েছে।
এই আপডেটটি আবেদনকারীদেরকে ফর্ম আই-৪৮৫-এ অগ্রহণযোগ্যতার পাবলিক চার্জ গ্রাউন্ড, স্থায়ী বাসস্থান নিবন্ধনের আবেদন বা স্ট্যাটাস সামঞ্জস্য করার জন্য আবেদনের সঠিকভাবে উত্তর দিতে সাহায্য করার উদ্দেশ্যে করা হয়েছে, যা কর্মকর্তাদের স্থিতি সামঞ্জস্য করার জন্য কোনো আবেদনের বিচার করতে প্রয়োজনীয় তথ্য প্রদান করবে। নতুন যে পলিসি করা হয়েছে, সেই অনুযায়ী ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এই পলিসি অনুযায়ী নির্ধারণ করবে যে কোনো আবেদনকারী দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের (আইএনএ) অধীনে ২১২ (এ) (৪) সেকশন অনুযায়ী পাবলিক চার্জ নিয়েছেন কি না।
ব্যাকগ্রাউন্ডের বেলায় বলা হয়েছে, আবেদনকারী ২১২(এ)(৪) এর অধীনে কখনো কোনো ভিসা, অ্যাডমিশন অথবা অ্যাডজাস্টমেন্টের জন্য কোনো সময়ে পাবলিক চার্জ ব্যবহার করেছেন কি না। যদি কেউ পাবলিক চার্জের অধীনে সুবিধা নিয়ে থাকেন, তাহলে তার বেলায় রুলটি প্রযোজ্য হবে। বর্তমানে যে আপডেট করা হয়েছে, তা আগের কোনো পলিসির পরিবর্তন করছে না। বরং এর মাধ্যমে আবেদনকারী কোনো পাবলিক চার্জের সুবিধা নিয়ে থাকলে সেই সুবিধা কী ধরনের ছিল এবং তিনি যাতে সহজেই এখানে স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারেন, উপযুক্ত হলে তা দ্রুত করতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ইউএসসিআইএসের পাবলিক চার্জ রিসোর্সেস ওয়েব পেজে এ সংক্রান্ত নিয়মাবলি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যারা এখানে থাকবেন এবং সরকারের বিভিন্ন সুবিধা নেবেন, যেসব সুবিধা পাবলিক চার্জের আওতাধীন। এসব সুবিধা অনেকেই নেওয়ার পর বুঝতে পারেন যে এটি ঠিক হয়নি। কিন্তু তখন আর সেগুলো ফেরত দেওয়ার সুযোগ নেই। এ কারণে বিশেষজ্ঞরা সব সময় পরামর্শ দেন, কেউ যদি মনে করেন তিনি আমেরিকায় থাকবেন এবং এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য ইমিগ্রেশনে আবেদন করবেন, তাহলে তার কোনোভাবেই পাবলিক চার্জের কোনো সুযোগ-সুবিধা নেওয়া উচিত হবে না। যদি এমন হয় যে কেউ সংকটাপন্ন অবস্থায় আছেন, তার থাকা-খাওয়া কিংবা চিকিৎসার জন্য কোনো আয়ের ব্যবস্থা নেই, তাহলে তিনি পাবলিক চার্জের সুবিধা নিতে পারেন। কিন্তু এখানে যাদের কাজ করার সুযোগ আছে, তাদের উচিত কাজ করা এবং কাজ করার পর কেউ যদি মনে করেন তিনি সুযোগ-সুবিধা পাবেন, সে ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করতে পারেন।